লোহার কেজি কত টাকা । পুরাতন লোহার দাম

লোহার কেজি কত টাকা । পুরাতন লোহার দাম ২০২৪

Last Updated:8 months ago

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা লোহার কেজি কত টাকা এই সম্পর্কে আলোচনা করবো। লোহা (বাংলা উচ্চারণ: [loɦa]; ইংরেজি: Iron; লাতিন: Ferrum) বা লৌহ একটি ধাতব মৌলিক পদার্থ। এর রাসায়নিক চিহ্ন Fe, পারমাণবিক সংখ্যা ২৬, পারমাণবিক ভর ৫৫.৮৫, যোজ্যতা ২ ও ৩। লোহার ঘনত্ব ৭.৮৫ গ্রাম/সিসি অর্থাৎ জলের থেকে ৭.৮৫ গুণ ভারি। এর গলনাঙ্ক ১৫৩৮° সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ২৮৬২° সেলসিয়াস। লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আমরা অনেক কাজে লোহা ব্যবহার করে থাকি। অনেকেই জানতে চায় বর্তমানে লোহার দাম কত। যেহেতু লোহা কেজি ধরে বিক্রি করা হয়,চলুন জেনে নেই লোহার কেজি কত টাকাঃ

লোহার কেজি কত টাকা

আমাদের দৈনন্দিন জীবনে লোহা অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে। লোহা দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করা হয়। তাই লোহার চাহিদা অনেক। লোহা সাধারণত কেজি ধরে বিক্রি করা হয়। বর্তমান বাজারে ১ কেজি লোহার দাম ৮৫ থেকে ৯০ টাকা। বর্তমানে প্রতি কেজিতে ১০-১৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। আগের বাজারে লোহার দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা। এছাড়া বর্তমানে বিভিন্ন কোম্পানির রডের দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির ১ টন রডের দাম নিচে দেওয়া হলো।

কোম্পানি  দামঃ

CSRM ৯৯৫০০ টাকা

JSRM ৯৮৫০০ টাকা

SIMA ৯৯৫০০ টাকা

RANI ৯২৫০০ টাকা

KSML ৯৩৫০০ টাকা

PURBACHAL ৯৪৫০০ টাকা

JSRM ৮৭০০০ টাকা

HRRM ৯২৫০০ টাকা

MSW ৯৩০০০ টাকা

RRM ৯১০০০ টাকা

KING STEEL ৯০৫০০ টাকা

KSRM ৯৩০০০ টাকা

BSI ৯১০০০ টাকা

FAMOUS ৯০০০০ টাকা

ASBRM ৯১৫০০ টাকা

ANOWAR - 93500 টাকা

এছাড়াও আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের রড পাওয়া যায়।

                 

১ কেজি লোহার দাম কত

বর্তমানে বিভিন্ন কাজে লোহা ব্যবহার করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিসপত্র তৈরি করতে লোহা ব্যবহার করা হয়। যেমন, অনেক বড় বড় দেয়াল, বিল্ডিং তৈরি করতে লোহার রডের ব্যবহার করা হয়। অনেক ধরেণের ধারালো ছুড়ি, দা ইত্যাদি তৈরি করতে লোহার ব্যবহার করা হয়। আর এইসব জিনিসপত্র তৈরি করতে যে লোহা ব্যবহার করা হয় তা সাধারণত কেজি ধরে বিক্রি করা হয়। তাই অনেকেই জানতে চায় ১ কেজি লোহার দাম কত। নিচে ১ কেজি লোহার দাম দেওয়া হলোঃ

আগের বাজারে প্রতি কেজি লোহার দাম ছিলো ৭৫ থেকে ৮০ টাকা। বর্তমান বাজারে প্রতি কেজি লোহার দাম ৮৫ থেকে ৯০ টাকা কিংবা তার থেকে বেশি। বর্তমান বাজারে আগের তুলনায় প্রতি কেজি লোহার দাম প্রায় ১০ থেকে ১৫ টাকা বাড়ানো হয়েছে।

              

পুরাতন লোহার দাম কেজিতে কত

পুরনো লোহা দিয়ে অনেক কাজ করা যায়। অনেক ধরণের জিনিসপত্র তৈরি করা যায়। আমাদের বাসা বাড়ির কাজ করার সময় দেখা যায় অনেক লোহা বেঁচে যায় যেগুলো পরে পুরাতন লোহার দামে বিক্রি করতে হয়। আপনারও হয়তো পুরাতন লোহা আছে যেগুলো বাজারে বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু বর্তমানে পুরাতন লোহার বাজার দর কেমন চাচ্ছে তা আপনার জানা নেই। তাই অনেকেই জানতে চায় পুরাতন লোহার দাম কত। চলুন জেনে নেই পুরাতন লোহার দাম কেজিতে কতঃ

বর্তমানে বাংলাদেশে বাজার উর্ধগতির দিকে। সবকিছুর দাম অনেক বেশি। যেহেতু বর্তমানে নতুন লোহার দাম বেশি তাই পুরাতন লোহার দামও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সাধারণত নতুন লোহার দামের উপর পুরাতন লোহার দাম নির্ধারণ করে। বর্তমান বাজারে বিভিন্ন জায়গায় পুরাতন লোহার দাম প্রতি কেজি ৩৫ থেকে ৪০ ধরে বিক্রি হচ্ছে। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।


লোহার গ্যাসের চুলার দাম কত

লোহার গ্যাসের চুলা। বর্তমান বাজারে অনেক ধরণের গ্যাসের চুলা পাওয়া যায়। বাজারে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি নানান রকম কোম্পানির গ্যাসের চুলা। তাদের মধ্যে রয়েছে, আর এফ এল, আকাই, এলজি, ইত্যাদি আরো নানান ধরণের কোম্পানির গ্যাসের চুলা। তবে বর্তমান বাজারে লোহার গ্যাসের চুলার চাহিদা বেশ ভালো। অনেকেই জানতে চায় লোহার গ্যাসের চুলার দাম কত। চলুন জেনে নেই লোহার গ্যাসের চুলার দামঃ

বর্তমান বাজারে খুবি স্বল্প খরচে লোহার গ্যাসের চুলা পাওয়া যায়। বর্তমান বাজারে একটি লোহার গ্যাসের চুলার দাম ৬০০ থেকে ১৫০০ টাকা। অন্যান্য গ্যাসের চুলার থেকে লোহার গ্যাসের চুলার দাম কিছুটা কম। এছাড়াও আরো রয়েছে ওয়াল্টন গ্যাসের চুলা যার দাম ১৭৫০ থেকে ৩৬০০ টাকা। তবে এইসব গ্যাসের চুলার দাম একেক জায়গায় একেক রকম হতে পারে। 


লোহার দরজার দাম কত

একটি দরজা হল একটি যুক্ত বা অন্যথায় হস্তান্তরযোগ্য বাধা যা প্রবেশ এবং অ্যাড্রেসকে একটি "ঘেরে" রাখে। প্রাচীর খোলার একটি "পোর্টাল" হিসাবে সম্পর্কিত হতে পারে। একটি দরজার মৌলিক এবং প্রাথমিক উদ্দেশ্য পোর্টালে প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করে সুরক্ষা সজ্জিত করা। প্রচলিতভাবে, এটি একটি প্যানেল যা কোনও বিল্ডিং, ঘর বা যানবাহনের পোর্টাল নিয়ে গঠিত। দরজা সাধারণত যে কাজটি পরিবেশন করা হয় তার জন্য উপযুক্ত একটি উপাদান তৈরি করা হয়। বর্তমানে অনেক বাড়ি ঘড়ে লোহার দরজা ব্যবহার করা হয়। বাড়ি ঘড়ের সুরক্ষার জন্য লোহার দরজার গুরুত্ব অনেক। অনেকেই জানতে চায় লোহার দরজার দাম কত। চলুন জেনে নেই লোহার দরজার দামঃ

বর্তমান বাজারে অনেক ধরণের লোহার দরজা পাওয়া যায়। নিচে লোহার দরজার দামের লিস্ট দেওয়া হলোঃ

  • iron gate. দরজা ৳ ৩৫,০০০ টাকা।
  • স্টিলের শিট দিয়ে তৈরি দরজা ৳ ৩,২০০ টাকা।
  • steel door complete set! দরজা ৳ ৫,০০০ টাকা।
  • লোহার দরজা ৳ ৬,০০০ টাকা।
  •  নতুন লোহার বক্স দরজা ৳ ৮,০০০ টাকা।
  • স্টিলের দরজা ৳ ৫,৫০০ টাকা।

এছাড়াও আরো বিভিন্ন দামের বিভিন্ন ধরণের লোহার দরজা পাওয়া যায়। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।


লোহার কড়াই এর দাম কত

কড়াই সাধারণত রান্নার কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন রকম রান্নার জন্য কড়াই ব্যবহার করা হয়। বর্তমানে বাজারে অনেক ধরণের কড়াই পাওয়া যায়। তবে অন্যসব কড়াই এর থেকে লোহার তৈরি কড়াই এর চাহিদা অনেক। কারণ লোহার তৈরি কড়াই অনেক বেশি টেকসই। অনেকেই জানতে চায়। লোহার কড়াই এর দাম কত। চলুন জেনে নেই লোহার কড়াই এর দাম।

বর্তমানে কাস্ট আয়রন ১৮ ইঞ্চি ইন্ডিয়ান কড়াই এর দাম ২৮০ থেকে ২৯০ টাকা। এছাড়া এই কড়াই এর দাম সাইজ অনু্যায়ী কম বেশি হয়ে থাকে। বিভিন্ন সাইজের কড়াই এর দাম বিভিন্ন রকম এবং এর দাম স্থানভেদে কম বেশি হতে পারে।


লোহার দোলনার দাম কত

কম বেশি অনেক বাড়িতেই বিশ্রাম নেওয়ার জন্য একটি দোলনা থাকে। অনেকের বাড়ির বাগানে দোলনা দেখা যায়। বিশেষ করে লোহার দোলনা বর্তমানে বেশি দেখা যায়। কারণ লোহার দোলনা সহজে ভাঙ্গে না। এই দোলনা একইসঙ্গে দেখতে সুন্দর ও সাশ্রয়ী। পুরোটাই লোহা দিয়ে তৈরি হলেও, আরামদায়ক। কারণ, এ দোলনায় বসার জায়গাটিতে ফোম দেওয়া হয়। লোহার দোলনা ঘরের থেকে ছাদেই বেশি শোভা পায়। অনেকেই জানতে চায় লোহার দোলনার দাম কত। চলুন জেনে নেই লোহার দোলনার দামঃ
সাধারণত লোহার দোলনা সাইজ হিসেবে দাম কম বেশি হয়ে থাকে। ছোট সাইজের একটি লোহার দোলনার দাম ৫০০০ টাকা হতে পারে এবং বড় সাইজের একটি লোহার দোলনা ২৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।

আশা করি আপনারা আমাদের এই পোস্ট থেকে লোহার দাম, লোহা কত টাকা কেজি, লোহার কড়াই এর দাম, লোহার দরজার দাম, পুরাতন লোহার দাম, লোহার গ্যাসের চুলার দাম, এবং লোহার দাম সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পুড়ো পোস্টটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।

একই ধরনের পোস্ট

×