ডিনার সেট ২৭ - ৩২ - ৫২ পিস দাম কত

ডিনার সেট ২৭ - ৩২ - ৫২ পিস দাম কত ২০২৪

Last Updated:6 months ago

আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডিনার সেট ২৭ ৩২ ৫২ পিস এর দাম কত । অনেকে আগে থেকে চিন্তা করে রাখে যে একটি ডিনার সেট কিনব কিন্তু সঠিক দাম জানে না। এই পোস্টটি মূলত তাদের জন্যই লেখা।  নিম্নে ডিনার সেট সম্পর্কে দেওয়া হলোঃ

ডিনার সেট হলো অনেকগুলো পণ্যের সমষ্টি । একটি আদর্শ ডিনার সেটের মাঝে প্লেট সেট, গ্লাস সেট ছাড়াও কাপ সেট এবং টি সেট থেকে শুরু করে প্রায় সকল তৈজসপত্র থাকে। ডিনার সেটের মাঝেও অনেক ধরণ রয়েছে যেমনঃ মেলামাইন ডিনার সেট ও কাচের ডিনার সেট সহ সিরামিক ডিনার সেট রয়েছে। সেট এর মাঝেও পিসের ধরণ আছে যেমন ১৫ ২০ ২৪ ২৭ ৩২ ৫২ পিস। কিন্তু মানুষের চাহিদা বেশী ২৭ ৩২ এবং ৫২ পিস ডিনার সেট এর । আর তাই আমারা আজকে এই ৩ ধরনের সেট এর দাম সম্পর্কে আলোচনা করব।


ডিনার সেট ২৭ পিস দাম কত

বর্তমানে ২৭ পিস ডিনার সেট এর দাম ২০০০ থেকে ৪০০০ টাকা। এর মাঝামাঝি দামের অনেক আরও অনেক ধরনের ডিনার পিস পাওয়া যায়। ২৭ পিস ডিনার সেট এ যা যা থাকেঃ

  • রাইস প্লেট 6 পিস,
  • হাফ প্লেট 6 পিস,
  • চাকাপ 6 পিস,
  • কাপ পিরিজ 6 পিস,
  • কারি বাটি 3 পিস।

শুধু যে উপরের পিস গুলো থাকবে তেমন না এদের মাঝে ভিন্নটাও থাকতে পারে । এটা নির্ভর করে ব্র্যান্ড তার উপর।

ডারাজ থেকে অর্ডার করুনঃ  ২৭ পিস ডিনার সেট


ডিনার সেট ৩২ পিস দাম কত

বর্তমানে ৩২ পিস ডিনার সেট এর দাম ৩৫০০ থেকে ৪৫০০ টাকা এর চেয়ে কম দামের থাকতে পারে কিন্তু সেইটা ভাল মানের হবেনা। যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে দাম পরবে ৪৩৫০ টাকা । নিচে আমরা ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে দিব। ৩২ পিস ডিনার সেট এ যা যা থাকেঃ

  • 14 ওপাল ডিশ: 1 পিস 
  • 10.5 "ডিপ কুপ ওপাল প্লেট: 6 পিস
  • 7.5 "মাংস ওপাল প্লেট: 6 পিস
  • 9 "ওপাল বাটি: 1 পিস
  • 6 "ওপাল বাটি: 6 পিস
  • কাপ: 6 পিস সসার: 6 পিস

এর আগেরটার মতই পিস এর সংখ্যা অন্য রকম থাকতে পারে। এখানে আমরা এক সেট সংখ্যা উল্লেখ করেছি।

ডারাজ থেকে অর্ডার করুনঃ  ৩২ পিস ডিনার সেট


ডিনার সেট ৫২ পিস দাম কত

এখন ৫২ পিস ডিনার সেট এর দাম ৬০০০ থেকে ১০০০০ টাকা। যদি অনলাইন ই-কমার্স সাইট থেকে কিনতে চান তাহলে দাম পরবে ৬৯৫০ টাকা । নিম্নে আমরা ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে দিব। ৩২ পিস ডিনার সেট এ যা যা থাকেঃ

  • 14" ওভাল ডিশ: 1 পিস
  • 10.5" ডিপ কুপ ওপাল প্লেট: 6 পিস
  • 10" মাংস ওপাল প্লেট : 6 পিস
  • 9.5" ভাজা মাছ এবং সালাদ ওপাল প্লেট : 2 পিস
  • 7.5" মাংস ওপাল প্লেট: 6 পিস
  • 8" ওপাল বাটি: 2 পিস
  • 7" ওপাল বাটি: 2 পিস
  • 6" ওপাল বাটি: 2 পিস
  • 5" স্যুপ ওপাল বাটি: 6 পিস
  • 5.5" স্যুপ চামচ: 6 পিস
  • বড় চামচ: 1 পিস
  • কাপ: 6 পিস
  • সসার: 6 পিস

শুধু যে উপরের পিস গুলো থাকবে তেমন না এদের মাঝে ভিন্নটাও থাকতে পারে । এটা নির্ভর করে কোম্পানির উপর।

আপনি যদি ডিনার সেট কিনতে চান তাহলে ডারাজ থেকে অর্ডার করুনঃ  ৫২ পিস ডিনার সেট

মুন্নু সিরামিকের ডিনার সেট দাম কত

এই ডিনার সেট এর দাম ৩০০০ থেকে ৪০০০ টাকা। মেলামাইন ৩২ পিস এর দাম ৩৬৫০ টাকার মত।

শরীফ মেলামাইন ডিনার সেট দাম কত

এই ডিনার সেট এর দাম ১৫০০ থেকে ৬০০০ টাকা। বর্তমান ৩২ পিস এর দাম ৫৭৫০ টাকা বিক্রি করছে অনেক দোকানে।

মাটির ডিনার সেট দাম কত

মাটির ডিনার সেট এর দাম ২৫০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত । সর্বনিম্ন ৩ পিস ডিনার সেট এর দাম ২৫০ টাকা । সর্বোচ্চ ৫০ পিস এর দাম ৬০০০ টাকা।
আপনি এখান থেকে মাটির সকল প্রকার জিনিসপত্র কিনতে পারবেন মাটির মায়া
ডারাজ থেকে অর্ডার করুনঃ  মাটির ডিনার সেট

পাইরেক্স ডিনার সেট দাম কত

এখন ৫২ পিস পাইরেক্স ডিনার সেট এর দাম ৮০০০ থেকে ১২০০০ টাকা। আরও অনেক পিস এর সেট রয়েছে আমরা শুধু ৫২ পিস এর টা দিয়েছি ।

আশা করি আপনারা উপরের আর্টিকেল থেকে ডিনার সেট ২৭ ৩২ ৫২ পিস দাম সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন। এতএব আজকের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে, পোস্টটি শেয়ার করুন । এবং নতুন নতুন পণ্যের দাম জানতে নিয়মিত ওয়েবসাইটটি ভিসিট করুন ।  ধন্যবাদ ।

একই ধরনের পোস্ট

×