পুরাতন কাগজের কেজি কত । এক রিম কাগজের দাম কত

পুরাতন কাগজের কেজি কত । এক রিম কাগজের দাম কত ২০২৪

Last Updated:8 months ago

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পুরাতন কাগজের কেজি কত ও নতুন কাগজের রিম প্রতি কত দাম তার সম্পর্কে আলোচনা করবো। কাগজ (ইংরেজি ভাষা: Paper) এক ধরনের অত্যন্ত পাতলা বস্তু বা উপাদান সাধারণত যা লিখতে, চিত্র অঙ্কনে ব্যবহার করা হয়। লেখা ছাড়াও কাগজের উপরে লেখা ছাপানো হয় এবং কোন দ্রব্যের মোড়ক হিসেবেও কাগজ ব্যবহৃত হয়। কাগজ নানান কাজে ব্যবহার করা হলেও পুরাতন হলে এই গুলো বিক্রি করে দেওয়া হয়। অনেকের কাছে অনেক পরিমাণে পুরাতন কাগজ থেকে থাকে সেই গুলো অনেকেই বিক্রি করতে চায় কিন্ত কত দামে বিক্রি করতে পারবে তা সঠিক ভাবে জানে। আজকে আমরা আপনাদের জানিয়ে দিবো পুরাতন কাগজের কেজি কত

পুরাতন কাগজের কেজি কত

বাংলাদেশে অনেক অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এবং অনেকের বাড়িতে অনেক পুড়নো কাগজ থাকে যেইগুলো কেজি দরে বিক্রি করা হয়। বর্তমানে প্রতি কেজি পুরোনো কাগজের দাম ৩৫ থেকে ৪০ টাকা এছাড়া প্রতি মণ পুরোনো কাগজের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা। তবে এর দাম নির্দিষ্ট করে বলা সম্ভব না কারণ এই পুরোনো কাগজ একেক জায়গায় একেক দামে বিক্রি করা হয়।


এক রিম কাগজের দাম কত

কাগজ আমরা অনেক কাছে ব্যবহার করে থাকি। প্রাচীন কাল থেকে কাগজ লেখালেখির কাজে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানেও বিভিন্ন দলিল, পোস্টার, প্রশ্ন, ছবি ইত্যাদি ছাপানোর কাজে কাগজ ব্যবহৃত হয়ে আসছে। সাধারণত বাংলাদেশের বাজারে কাগজ সাধারণত রিম হিসেবে বিক্রি করা হয়ে থাকে। তাই অনেকেই জানতে চায় এক রিম কাগজের দাম কত। তাই আজকে আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো এক রিম কাগজের দাম কত।

বর্তমানে ভালো মানের প্রতি রিম সাদা কাগজের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। কোনো কোনো জায়গায় এর থেকে আরো বেশি দাম রাখা হচ্ছে। এছাড়া বর্তমানে মাঝারি মানের প্রতি রিম কাগজের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। যার দাম আগের ছিলো ২০০ থেকে ২৫০ টাকা।


a4 কাগজের পাইকারি দাম কত

কাগজ সাধারণত লেখালেখির কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রেই কাজের ব্যবহার দেখা যায়। কাগজের ব্যবহার মূলত প্রাচীনকাল থেকেই চালু হয়েছে। তবে সে সময়ের কাগজগুলো ছিল মোটা এবং ঘোলাটে রঙের। বর্তমানে অনেক উন্নত মানে কাগজ দেখা যায়। বাংলাদেশে উন্নতমানের কাগজের মধ্যে a4 কাগজ হলো অন্যতম। এর চাহিদা বাংলাদেশে অনেক। তাই আজকে আমরা আপনাদের জানাবো a4 কাগজের পাইকারি দাম কত।

বর্তমানে বাংলাদেশে বসুন্ধরা a4 কাগজের দাম প্রতি রিম ৩৫০ থেকে ৪০০ টাকা। এছাড়া আরেক ধরণের a4 কাগজ পাওয়া যায় তা হলো ফ্রেশ a4 কাগজ। ফ্রেশ a4 কাগজের দাম বসুন্ধরা a4 কাগজের দামের থেকে কিছুটা কম। বর্তমানে ফ্রেশ a4 কাগজের প্রতি রিমের দাম ২০০ থেকে ২৫০ টাকা।


কর্ণফুলী কাগজের দাম কত

১৯৫৩ সালে রাঙামাটি জেলায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয়। এই কাগজ বাংলাদেশের মানুষদের কাছে অনেক সুপরিচিত একটি কাগজ। বাংলাদেশে প্রায় সব জায়গায় কর্ণফুলী কাগজ পাওয়া যায়। বাংলাদেশের মানুষ কর্ণফুলী কাগজ বেশি ব্যবহার করে থাকে। কর্ণফুলী কাগজের চাহিদা অনেক বেশি থাকায় অনেকেই এর দাম জানতে চায়। চলুন জেনে নেই কর্ণফুলী কাগজের দাম।

বর্তমানে বাংলাদেশে প্রতি রিম কর্ণফুলী কাগজের দাম ৩৫০ থেকে ৩৭৫ টাকা। এছাড়া এটি বিভিন্ন দোকানে এর থেকে কম বেশি হতে পারে।

 

১ দিস্তা কাগজের দাম

বর্তমানে প্রায় সকল ছাত্রছাত্রিরা কাগজে লেখা লেখি করে থাকে। বাংলাদেশে কাগজের ব্যবহার অনেক। অনেক বড় বড় অফিস কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানেও কাগজের ব্যবহার প্রচুর। বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের কাগজ পাওয়া যায়। একেক ধরণের কাগজ একেক দামে বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের বাজারে কাগজ সাধারণত রিম হিসেবে বিক্রি করা হয়ে থাকে। বাজার থেকে আমরা যখন খুচরা ভাবে কাগজ কিনি তখন আমাদেরকে কাগজ কিনতে হয় দিস্তা হিসেবে। তাই অনেকেই জানতে চায় তাই ১ দিস্তা কাগজের দাম কত তা নিচে দেওয়া হলোঃ

বর্তমানে ১ দিস্তা বসুন্ধরা কাগজের দাম ১৫ থেকে ২০ টাকা। এছাড়া আরেক ধরণের কাগজ আছে যার দাম প্রতি দিস্তা ১৮ থেকে ২০ টাকা। এবং বড় আকারের খোলা কাগজ প্রতি রিমের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা এবং ১ দিস্তার দাম ২৮ থেকে ৩০ টাকা। অন্যান্য কাগজের থেকে বড় আকারের খোলা কাগজের দাম একটু বেশি হয়ে থাকে।


পারটেক্স কাগজের দাম

পারটেক্স গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। যা ১৯৬২ সালে পারটেক্স নামে যাত্রা শুরু করে। ১৯৮৩ সালে বেসরকারীকরনের মাধ্যমে পারটেক্স গ্রুপ নামে পরিচালিত হয়ে আসছে। পারটেক্স কোম্পানি অনেক ভালো মানে পেপার কিংবা কাগজ তৈরি করে থাকে। যা বাংলাদেশে অনেক জনপ্রিয়। অনেকেই এই পারটেক্স কাগজের দাম জানতে চায়। নিচে পারটেক্স কাগজের দাম দেওয়া হলো।

বর্তমানে প্রতি রিম পারটেক্স কাগজের দাম হলো ৫৪০ থেকে ৭৫০ টাকা। এছাড়া প্রতি টন পারটেক্স কাগজ ১ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। তবে এর দাম স্থানভেদে কম বেশি হতে পারে।


ফটোকপি কাগজের দাম

ফটোকপি কাগজ প্রায় সব কম্পিউটারের দোকানে দেখা যায়। ফটোকপি কাগজ সাধারণত ফটোকপি করতে, কোনো ছবি প্রিন্ট করতে ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক ফটোশপ রয়েছে সেইসব দোকানে এই কাগজ ব্যবহার করা হয়। অনেকেই ফটোকপি কাগজের দাম জানতে চায়। বর্তমানে প্রতি রিম ফটোকপি কাগজের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। আগে এর দাম ছিলো ২৫০ টাকার মতো। বর্তমানে সব কিছুর দাম বাড়ার সাথে সাথে ফটোকপি কাগজের দামও বেড়েছে।


নিউজপ্রিন্ট কাগজের দাম

নিউজপ্রিন্ট হল এক প্রকার কাগজ যা সাধারণত সংবাদপত্র মুদ্রণের কাজে ব্যবহৃত হয়। এর সাধারণ বর্ণ হল ময়লাটে সাদা। এই কাগজ তুলনামূলক কম দামি, বেশ শক্ত এবং এতে চার রঙা ছবি বেশ ভালভাবেই দেখা যায়। এসব কারণে এটি সংবাদ পত্র ছাপানোর উপযুক্ত। দলিলপত্র বা এ জাতীয় মূল্যবান কাগজপত্র, যা সংরক্ষণ প্রয়োজন পড়ে, সে সব কাজে নিউজপ্রিন্ট ব্যবহার করা হয়না। অনেকেই নিউজপ্রিন্ট কাগজের খোজ করে থাকেন এবং এর দাম সম্পর্কে জানতে চান। নিচে নিউজপ্রিন্ট কাগজের দাম দেওয়া হলো।

বর্তমানে প্রতি রিম নিউজপ্রিন্ট কাগজের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। এছাড়া আগে প্রতি টন নিউজপ্রিন্ট কাগজের দাম ছিলো ৬০ থেকে ৬৪ হাজার টাকা এবং বর্তমানে প্রতি টন নিউজপ্রিন্ট কাগজের দাম ৮০ থেকে ৮৫ হাজার টাকা। অন্যান্য কাগজের থেকে নিউজপ্রিন্ট কাগজের দাম একটু কম হয়ে থাকে।


আশা করি আপনারা আমাদের এই পোস্ট থেকে পুরাতন কাগজের দাম, ১ রিম কাগজের দাম, পারটেক্স কাগজের দাম, নিউজপ্রিন্ট কাগজের দাম এবং এছাড়াও বিভিন্ন ধরণের কাগজ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছেন। আমাদের এই পোস্টে বিভিন্ন ধরণের কাগজের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পুড়ো পোস্টটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।

একই ধরনের পোস্ট

×