ওজন মাপার মেশিনের দাম কত বাংলাদেশে ২০২৪
আশা করি সকলে ভালো আছেন। আজকে বিভিন্ন ওজন মাপার মেশিনের দাম সম্পর্কে আলোচনা করবো। বর্তমানে বাংলাদেশে ওজন মাপার বিভিন্ন রকমের ডিজিটাল মেশিন পাওয়া যায়। এই মেশিন গুলা ব্যবহার করে খুব দ্রুত সময়ের মধ্যে ওজন মাপা যায়। বর্তমান বাজারে নতুন নতুন বিভিন্ন কোয়ালিটির ওজন মাপার মেশিন পাওয়া যায়। বিভিন্ন দোকানপাট গুলোতে ওজন মাপার মেশিন ব্যবহার করা হয়।অনেকেই এই ওজন মেশিনের দাম জানতে চায়। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো ওজন মাপার মেশিনের দাম কত বাংলাদেশে।
ওজন মাপার মেশিনের দাম কত বাংলাদেশে
বিশেষ ব্যবসায়ীরা ৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত ওজন মাপার মেশিন ক্রয় করে থাকে। বর্তমানে ২০০ কেজি ওজনের একটি ওজন মাপা মেশিনের দাম ১৫০০০ থেকে ১৮০০০ টাকার উপরে হয়ে থাকে। এছাড়া নরমাল একটি ওজন মাপার মেশিনের দাম ১২০০০ টাকার মধ্যে পাওয়া যায় এবং Novena nbs24 personal weight machine এই মেশিনটি ১১০০ বা ১২০০ টাকার মধ্যে পাওয়া যায়।
ওয়ালটন ওজন মাপার মেশিন দাম কত
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দোকান গুলোতে ওজন মাপার মেশিন দেখা যায়। দাঁড়ি পাল্লা দিয়ে মাপার যুগ শেষ হয়েছে। এখন আমরা ডিজিটাল ওজন মাপার মেশিন রয়েছে সেই মেশিনেই বিভিন্ন ধরনের ওজন মাপতে সাহায্য করে। বর্তমানে প্রায় সকলেই ডিজিটাল ওজন মাপার মেশিন ব্যবহার করে থাকে। হাট বাজার দোকান বাসা বাড়ি সকল ক্ষেত্রেই এখন ডিজিটাল ওজন মাপান যে মেশিন বের হয়েছে সেটিতেই ওজন মাপার কাজ করা হয়ে থাকে। ক্ষুদ্র স্বর্ণকারের দোকান থেকে শুরু করে বৃহৎ বিভিন্ন গোডাউনেও এই ধরনের ওজন মাপার মেশিনের মাধ্যমে ওজন মাপা হয়ে থাকে। আজকে আমরা জানিয়ে দিবো ওয়ালটন ওজন মাপার মেশিনের দাম কত।
ওয়ালটন বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় একটা কোম্পানি। বর্তমানে ওয়ালটন ওজন মাপার একটি মেশিনের দাম ৬০০ বা ৭০০ টাকা থেকে ২০০০ টাকার উপরে হয়ে থাকে।
ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত
বর্তমানে প্রায় সকলেই ডিজিটাল ওজন মাপার মেশিন ব্যবহার করে থাকে। হাট বাজার দোকান বাসা বাড়ি সকল ক্ষেত্রেই এখন ডিজিটাল ওজন মাপান যে মেশিন বের হয়েছে সেটিতেই ওজন মাপার কাজ করা হয়ে থাকে। ক্ষুদ্র স্বর্ণকারের দোকান থেকে শুরু করে বৃহৎ বিভিন্ন গোডাউনেও এই ধরনের ওজন মাপার মেশিনের মাধ্যমে ওজন মাপা হয়ে থাকে। আজকে আমরা জানিয়ে দিবো ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম।
বিশেষ করে বিভিন্ন ব্যবসায়িরা ডিজিটাল ওজন মাপার মেশিন ক্রয় করে থাকে। বর্তমানে ৫০ কেজি ওজনের Tdrforce ACS-ZA Digital Pricing Dual Display Weight Scale এই মডেলের ডিজিটাল মেশিনটির দাম ৩০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত।
এছাড়া ২০০ কেজি ওজনের T-Scale 20g to 200Kg Digital Weighing Machine এই ডিজিটাল মেশিনটির দাম ১৮০০০ টাকা পর্যন্ত। এবং৩০০ কেজি ওজনের Digital platform weight scale 300kg এই ডিজিটাল মেশিনটি ১২৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।
আর এফ এল ওজন মাপার মেশিন দাম কত
আরএফএল এর ওজন মাপার মেশিনগুলো খুবই ভালো। অনেকেই আর এফ এল ওজন মাপার মেশিনের দাম সম্পর্কে জানতে চাই। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আর এফ এল ওজন মাপার মেশিনের দাম জানিয়ে দিবো।
বর্তমান বাজারে আরএফএল এর যে ছোট মেশিনটি রয়েছে সেটির দাম নেওয়া হচ্ছে ১০০০ টাকা। ছোট মেশিনটি পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম। আর এফ এল এর ২০ কেজি ক্ষমতা সম্পন্ন যে মেশিনটি পাওয়া যাচ্ছে সেটির দাম নেওয়া হচ্ছে ৩০০০ টাকা।৩০০ কেজি ক্ষমতা সম্পন্ন আরএফএল ওজন মাপা মেশিনটির দাম নেওয়া হচ্ছে ১০ হাজার ৩৫০ টাকার মতো।তাছাড়া আরএফএলের ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন যে মেশিনটি রয়েছে সেটির দাম এখন বর্তমানে ১৭ হাজার টাকা নেওয়া হচ্ছে।