কোয়েল পাখির ডিমের দাম কত

কোয়েল পাখির ডিমের দাম কত ২০২৪

Last Updated:6 months ago

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলেই কম বেশি কোয়েল পাখি কিংবা কোয়েল পাখির ডিমের সম্পর্কে জানি। বর্তমানে কোয়েল পাখির ডিমের অনেক চাহিদা। কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি রয়েছে যা অন্যান্য পাখির ডিমে নেই। কোয়েলের ডিম পুষ্টির দিক থেকে মুরগির ডিমের চেয়ে ভালোএর মানে হল যে এগুলিতে চর্বি, প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি 12 বেশি থাকে। তাই এই ডিম সহজেই মুরগির ডিমের সাথে তুলনা করা যায়। অনেকেই জানতে চায় কোয়েল পাখির ডিমের দাম কত। আজকে আমরা জানিয়ে দিবো কোয়েল পাখির ডিমের দাম কত

কোয়েল পাখির ডিমের দাম কত

সাধারণত কোয়েল পাখির ডিম ডজন ধরে বিক্রি করা হয়। বর্তমান বাজারে ১ ডজন কোয়েল পাখির ডিমের দাম ৩৫ থেকে ৪০ টাকা। অনেকেই বিক্রি করার জন্য পাইকারি দামে কিনতে চায়। পাইকারি দামে কিনতে হলে অবশ্যই আপনাকে বেশি পরিমাণে কিনতে হবে। ১০ ডজন কোয়েল পাখির ডিমের পাইকারি মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা। এছাড়া ১ হালি কোয়েল পাখির ডিমের দাম ১০ থেকে ১২ টাকা। ১০ হালি কোয়েল পাখির ডিমের দাম ১০০ থেকে ১২০ টাকা। এবং ৫০ হালি কোয়েল পাখির ডিমের দাম ৫০০ থেকে ৬০০ টাকা। এছাড়া প্রতি পিস কোয়েল পাখির ডিমের দাম ২ টাকা থেকে ২ টাকা ৪০ পয়সা। এবং প্রতি পিস কোয়েল পাখির ডিমের পাইকারি দাম ১ টাকা ৫০ পয়সা। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।


কোয়েল পাখির ডিম কত টাকা হালি?

সাধারণত কোয়েল পাখির ডিম ডজন আকারে বিক্রি করা হয়। ১ ডজন এর দাম ৩৫ থেকে ৪০ টাকা। এক হালির দাম ১০ থেকে ১২ টাকায় পাওয়া যায়


কোয়েল পাখির ডিমের উপকারিতা

কোয়েল পাখির ডিম আকৃতির দিক দিয়ে অনেকটাই ছোট হয়ে থাকে। তবে এই ডিমের রয়েছে অনেক উপকারিতা। তবে মজার বিষয় হচ্ছে খাদ্য উপযোগী যেকোন ডিমের মধ্যে কোয়েলের ডিম পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে আছে সবচেয়ে বেশি। অনেকেই জানতে চায় কোয়েল পাখির ডিমের উপকারিতা সম্পর্কে। নিচে উপকারিতা দেওয়া হলোঃ

উপকারিতাঃ

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়

দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে

রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে

হৃদযন্ত্র সুস্থ রাখে

গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে কাজ করে

কমায় প্রদাহ ও অ্যালার্জির সমস্যা কমাতে ভূমিকা পালন করে।


কোয়েল পাখির ডিমের ক্ষতিকর দিক

পৃথিবীতে অনেক ধরণের ডিম রয়েছে তবে পৃথিবীতে যত ধরণের ডিম খাদ্য উপোযোগী রয়েছে  তার মধ্যে গুণে মানে পুষ্টিতে ভরপুর হলো কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমে যেমন উপকার রয়েছে তেমনি কিছু অপকারও রয়েছে। অনেকেই কোয়েল পাখির ডিমের অপকারিতার সম্পর্কে জানতে চায়। চলুন জেনে নেই কোয়েল পাখির ডিমের ক্ষতিকর দিক।

ক্ষতিকর দিকঃ

১। কোলেস্টেরল এর সমস্যা বাড়ায়

২। ডায়াবেটিস ও হৃদরোগীদের সমস্যার কারণ

উপরোক্ত পদ্ধতিতে দেখা যায় কোয়েল পাখির উপাকারিতা বেশি। আমরা যদি এই ডিম খাওয়ার মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দি তখন আমাদের শরীরের জন্যে ক্ষতিকর হয়ে যায়। অর্থাৎ কোনো জিনিষের ই অতিরিক্ত গ্রহণ করা ভালো না।


আশা করি আপনারা আমাদের এই পোস্ট থেকে কোয়েল পাখির ডিমের দাম, কোয়েল পাখির ডিম খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিক এবং আরো অনেক কিছু জানতে পেড়েছেন। আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পুড়ো পোস্টটি ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।

একই ধরনের পোস্ট

×