২২+ বিভিন্ন ধরনের দুধের দাম কত

২২+ বিভিন্ন ধরনের দুধের দাম কত ২০২৪

Last Updated:10 months ago

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বিভিন্ন দুধের দাম কত এই সম্পর্কে আলোচনা করবো। দুধ অনেক উপকারি এবং সুস্বাদু পুষ্টিকর একটি তরল। খুব কম সংখ্যক এমন মানুষ আছে যারা দুধ খেতে পছন্দ করে না। দুধ শরীরের অনেক উপকার করে। তবে সব থেকে বেশি পুষ্টি এবং উপকার রয়েছে গরুর দুধে। তবে সব অঞ্চলেই গরুর খাটি দুধ পাওয়া যায় না। এছাড়া দীর্ঘদিন ধরে গরুর দুধ সংরক্ষন করে রাখা সম্ভব না। তাই এর বিকল্প হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গরুর খাটি দুধকে গুড়া বানিয়ে প্যাকেট জাত করা হয়। অনেকেই জানতে চায় বর্তমানে বাংলাদেশে দুধের দাম কত। আজকে আমরা জানিয়ে দিবো দুধের দাম কত

বিভিন্ন ধরনের দুধের দাম কত

বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরণের দুধ পাওয়া যায়। একেক দুধের দাম একেক রকম। বর্তমান বাজারে গুড়া দুধের ছোট প্যাকেটের দাম ১০ থেকে ৫০ টাকা, ৫০০ গ্রামের দাম ৫০০-৬০০ টাকা এবং ১ কেজির দাম ১০০০ থেকে ১২০০ টাকা। এছাড়া কনটেইনার এ তৈরি ৪০০ গ্রাম নান পাউডার মিল্ক এর দাম ৮০০ থেকে ৮৫০ টাকা। ১২ থেকে ২৪ মাস বয়সী শিশুদের জন্য এই গুড়া দুধের দাম ১২০০ টাকার উপরে। একটি ছোট প্যাকেটের ডানো পাউডার দুধের দাম ১০ টাকা ও ২০ টাকা। ৫০ টাকায় ও একটি ছোট প্যাক বাজারে পাওয়া যায়। ডানো ১ কেজির একটি প্যাকেট মূল্য ৭১০ থেকে ৭৫০ টাকা। ৫০০ গ্রামের ডিপ্লোমা দুধের দাম ৩৫০ টাকা। ১ কেজির একটি ডিপ্লোমা পাউডার দুধের দাম ৭০০ টাকা। ৫০০ গ্রাম ফ্রেশ গুড়া দুধ এর মূল্য ৩৫০ টাকা। এবং ১ কেজি ফ্রেশ গুড়া দুধের দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। এছাড়া ৫০০ গ্রাম গরুর দুধের দাম ৪০ থেকে ৫০ টাকা এবং ১ কেজি গরুর খাটি দুধের দাম ৮০ থেকে ১২০ টাকা। তবে গরুর দুধের দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।

দুধের মধ্যে অনেক উপকারি পুষ্টিগুন উপাদান রয়েছে। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ, যা দৈহিক গঠন, বিকাশ ও মেধা বৃদ্ধিতে সহায়ক। গরুর দুধে আছে অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ পদার্থ যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, কপার, জিংক, আয়োডিন ও সেলিনিয়াম। বৈজ্ঞানিক গবেষণায় ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে দুধের শক্তিশালী ভূমিকা রয়েছে।


গুড়া দুধের দাম কত

বর্তমানে বাংলাদেশে অন্যান্য দুধের থেকে গুড়া দুধের দাম একটু বেশি।  ছোট প্যাকের গুড়া দুধ বিক্রি করা হয় ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ৪০০ থেকে ৫০০ গ্রামের এক প্যাকেট গুড়া দুধ এর মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। বাচ্চাদের জন্য তৈরিকৃত দুধ এর মূল্য ৩৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।

বর্তমান বাংলাদেশে অনেক ধরণের গুড়া দুধের কোম্পানি রয়েছে। যেমনঃ নান,ডানো, ডিপ্লোমা, মার্কস, প্রাইমা, নিডো, ফ্রেশ, মিল্ক ভিটা ইত্যাদি। বর্তমান বাংলাদেশে গুড়া দুধের চাহিদা অনেক বেশি। চাহিদা বেশি থাকায় এর দামও একটু বেশি। সব অঞ্চলেই গরুর খাটি দুধ পাওয় যায় না। আবার গাভীর দুধ দির্ঘ দিন ধরে সর্বক্ষণ করে রাখা সম্ভব না। তাই এর বিকল্প হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গরুর খাটি দুধকে গুড়া বানিয়ে প্যাকেট জাত করা হয়। এজন্য বাংলাদেশে দুধ কোম্পানি তৈরি করা হয়েছে।

 

নান দুধের দাম কত

বর্তমান বাজারে কনটেইনার এ তৈরি ৪০০ গ্রাম নান পাউডার মিল্ক(গুড়া দুধ) এর দাম ৮০০ থেকে ৮৫০ টাকা। ১২ থেকে ২৪ মাস বয়সী শিশুদের জন্য এই গুড়া দুশের দাম ১২০০ টাকার উপরে। এবং Nestlé NAN AL 110 ল্যাকটোজ ফ্রি ফর্মুলা মিল্ক পাউডার টিন ৬ মাসের বাচ্চার জন্য ৪০০ গ্রামএর দাম ৭০০ থেকে ৭৮০ টাকা। এছাড়া আরো বিভিন্ন দামে নানা গুড়া দুধ পাওয়া যায়।

নান একটি গুড়া দুধ তৈরির কোম্পানি। এই কোম্পানি টিনের কনটেইনারে গুড়া দুধ তৈরি করে থাকে। এটি বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা হয়। এই নান দুধের কয়েক টি গ্রুপ থাকে। যা শিশুর বয়সের উপর ভিত্তি করে খাওয়ানো হয়। তাই এর দামও এক এক রকমের হয়ে থাকে। বর্তমানে নান পাউডার মিল্ক কোম্পানি অনেক জনপ্রিয়তা লাভ করেছে।


মার্কস দুধের দাম ৫০০ গ্রাম, ১০০০ গ্রাম

বর্তমান বাজারে ৩ টি প্যাকেটে মার্কস দুধ বিক্রি করা হচ্ছে। ৫০০ গ্রামের এক প্যাকেট মার্কস দুধের দাম ৪৩০ টাকা। এছাড়া ১০০০ গ্রাম মার্কস দুধের দাম ৮৫০ থেকে ৯০০ টাকা।২৫০ গ্রামের এক প্যাকেট মার্কস দুধ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ছোট প্যাকেট বা ৭৫ গ্রামের মার্কস দুধের দাম ৮০ টাকা। তবে আগের থেকে প্রতিটি কোম্পানির দুধের দাম ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

মার্কস দুধের অনেক ভালো কোয়ালিটির গুড়া দুধ তৈরি করে থাকে। মার্কস কোম্পানি অনেক মানসম্মত পুষ্টিকর উপাদান সমৃদ্ধ গুড়া দুধ তৈরি করে থাকে। তবে আগের তুলানায় মার্কস গুড়া দুধের দাম কিছুটা বেড়েছে। শুধু মার্কস কোম্পানির গুড়া দুধের দাম বেড়েছে তা নয়, ২০২০ সাল থেকে বর্তমানে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটা কোম্পানির গুড়া দুধের দাম ১০ থেকে ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এবং আগের তুলনায় গুড়া দুধের চাহিদাও কিছুটা বেড়েছে।

 

ডানো দুধের দাম কত

বর্তমান বাজারে একটি ছোট প্যাকেটের ডানো পাউডার দুধের দাম ১০ টাকা ও ২০ টাকা। ৫০ টাকায় ও একটি ছোট প্যাক বাজারে পাওয়া যায়। ডানো ১ কেজির একটি প্যাকেট আছে, যার মূল্য ৭১০ থেকে ৭৫০ টাকা। তবে আগের তুলনায় ডানো গুড়া দুধের দাম কিছুটা বাড়ানো হয়েছে।

ডানো বাংলাদেশের অনেক পুড়োনো একটি গুড়া দুধের কোম্পানি। আগে ডানো কোম্পানি শুধু শিশুদের জন্য গুড়া দুধ তৈরি করতো। কিন্ত এখন বর্তমানে ডানো দুধ ছোট থেকে বড় উভয়েই জন্য তৈরি করা হয়। এছাড়া বর্তমানে ডানো দুধ অনেক রান্নার কাজে ব্যবহার করা যায়। বাজারে ডানো দুধের ছোট বড় সব ধরণের প্যাকেট পাওয়া যায়। একেক ধরণের প্যাকেটের দাম একেক রকম হয়ে থাকে। আগে ডানো দুধের ৫ টাকারও ছোট প্যাকেট পাওয়া যেতো কিন্ত বর্তমানে এই ৫ টাকার প্যাকেট নেই বললেই চলে। বাংলাদেশে ডানো কোম্পানির অনেক জনপ্রিয়তা রয়েছে।

 

প্রাইমা দুধের দাম কত

সাধারণত প্যাকেট হিসেবে প্রাইমা দুধের দাম নির্ধারণ করা হয়। একেক ধরণের প্যাকেটের দাম একেক রকম। বর্তমান বাজারে প্রাইমা দুধের দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। এছাড়া প্রাইমা ওয়ান ৪০০ গ্রাম গুড়া দুধের দাম ৫৪০ টাকা। এবং প্রাইমা ২ গুড়া দুধ ৪০০ গ্রামের দাম ৭৪০ টাকা। এছাড়া ১ কেজি প্রাইমা দুধের দাম ১০০০ থেকে ১২০০ টাকা।

প্রাইমা অনেক জনপ্রিয় গুড়া দুধের কোম্পানি। প্রাইমা দুধ সাধারণত ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। শুধু বাচ্চার জন্যই নয় প্রাইমা দুধ বাচ্চা এবং বাচ্চার মা উভয়ের জন্যই তৈরি করা হয়েছে। এই প্রাইমা দুধে অনেক পুষ্টিগুন রয়েছে ।এই দুধের কয়েক টি ধরনের রয়েছে। শিশুর বয়সের সাথে সাথে প্রাইমা দুধের বিভিকত করা হয়েছে। তবে এটি বড়দের জন্য না। এই প্রাইমা দুধ শুধু ০ থেকে ৬ মাস বয়সি বাচ্চাদের জন্য প্রযোজ্য।


নিডো দুধের দাম কত

বর্তমানে নিডো দুধের দাম অন্যান্য গুড়া দুধের থেকে কিছুটা বেশি। বর্তমান বাজারে নিডো ওয়ান প্লাস ৪০০ গ্রাম ১২৫০ টাকা। ৯০০ গ্রামের দাম ৩৭৫০ টাকা। নিডো ৩ প্লাস ৪০০ গ্রামের মূল্য ৫১০০ টাকাএবং ৯০০ গ্রামের দাম ৩৭৫০ টাকা। ২৫০০ গ্রামে নিডো গুড়া দুধের মূল্য ৩৮৫০ টাকা। নিডো ৩ প্লাস ১৮০০ গ্রাম ৪৬০০ টাকা। এবং নিডো দুধ ২২৫০ গ্রামের দাম ৩৮০০ টাকা।
নিডো অনেক ভালো মানের পুষ্টিগুন উপাদান সমৃদ্ধ গুড়া দুধ। নিডো গুড়া দুধে অনেক ভালো ভালো প্রাথমিক উপাদান রয়েছে যা শরীরের পক্ষে অনেক উপকারি। প্রাথমিক উপাদান হল উচ্চ মানের গরুর দুধ যা যত্ন সহকারে সংগ্রহ করা হয় এবং এর পুষ্টিগুণ ধরে রাখার জন্য প্রক্রিয়াজাত করা হয়। ফুল ক্রিম দুধ অপরিহার্য পুষ্টি সরবরাহ করার সময় একটি সমৃদ্ধ এবং ক্রিমি স্বাদ প্রদান করে। এই দুধের গুঁড়াটি সামগ্রিক স্বাস্থ্য এবং মঙ্গলকে সমর্থন করার জন্য ভিটামিনের একটি পরিসীমা দিয়ে সুরক্ষিত। এতে সাধারণত ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স (বি১, বি২, বি৩, বি৬, বি১২ সহ) এবং ফলিক অ্যাসিড অন্তর্ভুক্ত থাকে। বর্তমানে এটি অনেক কম পরিমাণে পাওয়া যায়। তাই এর দাম অন্যান্য গুড়া দুধের থেকে অনেক বেশি।

ডিপ্লোমা দুধের দাম কত

বর্তমানে ডিপ্লোমা দুধের ২ টি প্যাকেট পাওয়া যায়। একেক প্যাকেটের দাম একেক রকম। বর্তমান বাজারে ৫০০ গ্রাম ডিপ্লোমা দুধের দাম ৩৫০ থেকে প্রায় ৪০০ টাকা। এবং ১ কেজি ডিপ্লোমা দুধের দাম ৬৮০ থেকে ৭০০ টাকার উপরে। বর্তমান বাজারে ডিপ্লোমা দুধের ৫০০ গ্রাম ও ১ কেজি ওজনের এই দুইটি প্যাকেট পাওয়া যায়।
ডিপ্লোমা গুড়া দুধ অনেক উপকারি পুষ্টিগুন সমৃদ্ধ গুড়া দুধ। বিভিন্ন গবেষণা মতে, তরল দুধের স্থান খুব সহজেই দখল করতে পারে ডিপ্লোমা গুড়া দুধ। কারণ এতে রয়েছে একই ধরনের ভিটামিন সমূহ ও মিনারেল সমূহ। যেকোনো মিষ্টি দ্রব্য তৈরিতে ডিপ্লোমা গুড়া দুধ ব্যবহার করলে তার স্বাদ আরও বেড়ে যায়। ছোট বাচ্চাদের শরীর সুস্থ্য এবং ভালো রাখতে ডিপ্লোমা দুধ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বাচ্চাদের জন্য না ডিপ্লোমা গুড়া দুধ প্রাপ্ত বয়স্করাও খেতে পারে। ডিপ্লোমা গুড়া দিয়ে অনেক মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়। তাই এর চাহিদা অনেক বেশি।
 

ফ্রেশ গুড়া দুধের দাম কত

বর্তমান বাজারে ৫০০ গ্রাম ফ্রেশ গুড়া দুধ এর মূল্য ৩৫০ টাকা। এটি ছোট প্যাকেটেও পাওয়া যায়। একটি ছোট প্যাকেটের ফ্রেশ গুড়া দুধের মূল্য ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এছাড়া ১ কেজি ফ্রেশ গুড়া দুধের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা।
ফ্রেশ কোম্পানি বাংলাদেশের মধ্যে অনেক বড় বিশ্বস্ত একটি কোম্পানি। ফ্রেশ কোম্পানি গুড়া দুধ ছাড়াও আরো অনেক কিছু তৈরি করে থাকে। তবে ফ্রেশ কোম্পানির গুড়া দুধ সব থেকে বেশি জনপ্রিয়। ফ্রেশ গুড়া দিয়ে সাধারণত অনেক খাবার তৈরি করা হয়। বেশির ভাগ মানুষ ফ্রেশ গুড়া দুধ দিয়ে মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকে। ফ্রেশ গুড়া দুধের পুষ্টি ও কোয়ালিটি অন্যান্য গুড়া দুধের থেকে ভালো হওয়ায় এর চাহিদা অনেক বেশি।

স্টারশিপ দুধের দাম কত

আগের তুলনায় স্টারশিপ দুধের দাম কিছুটা বেড়েছে। অনেকেই স্টারশিপ দুধের দাম জানতে চায়। বর্তমান বাজারে স্টারশিপ ৫০০ গ্রাম গুড়া দুধের দাম ২৪০ থেকে ২৫০ টাকা এবং স্টারশিপ ১ কেজি গুড়া দুধের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা।
স্টারশিপ কোম্পানি বাংলাদেশের মধ্যে অনেক পুরোনো একটি কোম্পানি। কনডেন্স মিল্ক এবং মিল্ক পাউডার স্টারশিপ এই দুই ধরণের দুধ তৈরি করে থাকে। তবে এই ২ ধরণের দুধ সারা বাংলাদেশে অনেক জনপ্রিয়। স্টারশিপ কোম্পানির দুধ সাধারণত চা বানাতে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরো বিভিন্ন ধরণের খাবার বানাতেও স্টারশিপ কোম্পানির দুধ ব্যবহার করা হয়। স্টারশিপ কোম্পানির দুধ এর চাহিদা বেশি থাকায় আগের তুলনায় এর দামও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তবে দাম বৃদ্ধি করায় এর চাহিদা কমেনি।

পাউডার দুধের দাম কত

বাংলাদেশে অনেক গুলো পাউডার দুধের কোম্পানি রয়েছে। একেক পাউডার দুধ একেক রকম। বর্তমান বাংলাদেশে নান পাউডার দুধের দাম ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এছাড়া ডানো পাউডার দুধের দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। ডিপ্লোমা পাউডার দুধের দাম ৩৫০ থেকে ৭০০ টাকা। ৮০ থেকে ১৮০ টাকা। ফ্রেশ পাউডার দুধের দাম ৩০০ থেকে ৭০০ টাকা। প্রাইমা পাউডার দুধের দাম ৭৫০ টাকা।মিল্ক ভিটা দুধের দাম প্রতি লিটার ৮০ থেকে ৯০ টাকা । এবং নিডো পাউডার দুধের দাম ৩৭০০ টাকা থেকে ৫০০০ টাকার উপরে। এছাড়াও আরো অনেক ধরণের পাউডার দুধ রয়েছে।
পাউডার দুধ সাধারণত ছোট বাচ্চাদের খাওয়ানো হয়। তবে অনেক পাউডার আছে যা ছোট বড় উভয়ের জন্য বানানো হয়েছে। পাউডার দুধের দাম এমনি গরুর দুধের দামের থেকে একটু বেশি। কারণ পাউডার দুধে অনেক ধরণের পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয় যা গরুর দুধে থাকে না। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ টির মতো পাউডার দুধ কোম্পানি রয়েছে। একেক কোম্পানির পাউডার দুধের দাম একেক রকম।

বাচ্চাদের দুধের দাম কত

অনেকেই জানতে চায় বাচ্চাদের দুধের দাম কত। চলুন জেনে নেওয়া যাক বাচ্চাদের দুধের দাম।
Almarai Fortified Full Cream বেবি মিল্ক পাউডার এর দাম ৩৫০০ থেকে ৪০০০ টাকা।
PediaSure Complete বেবি মিল্ক পাউডার  ভ্যানিলা এর দাম ৩০০০ থেকে ৩৫০০ টাকা।
First Infant  বেবি মিল্ক পাউডার এর দাম প্রায় ২০০০ টাকা।
3 Growing Up বেবি মিল্ক পাউডার এর দাম ২১০০টাকা।
Sunrise ব্যানানা প্রোডিজ মিল্ক পাউডার এর দাম ৭০০ থেকে ৭৫০ টাকা।
4 Growing Up বেবি মিল্ক পাউডার এর দাম ১৮০০ থেকে ২০০০ টাকা।
বর্তমানে এই ৬ ধরণের বেবি মিল্ক পাউডার কিংবা বাচ্চাদের দুধ অনেক জনপ্রিয়। এই ৬ ধরণের বেবি মিল্ক ১ থেকে ৩ বছরের বাচ্চাদেরকে বেশি খাওয়ানো হয়। বর্তমান সময়ে বেশির ভাগ বাচ্চাদের গুড়া দুধ খাওয়ানো হয়। ৭ লিটার গরুর দুধ থেকে ১ কেজি গুড়া দুধ তৈরি করা হয়। বাচ্চাদের গুড়া দুধে অনেক ধরণের ভিটামিন পুষ্টিকর উপাদান মিশানো হয় যা বাচ্চাদের শরীরের অনেক উপকার করে।

ছাগলের দুধের দাম কত

গরুর দুধের থেকে সাধারণত ছাগলের দুধের দাম একটু বেশি হয়ে থাকে। বর্তমান বাজারে ছাগলের ৫০০ গ্রাম দুধের দাম ৮০ থেকে ১০০ টাকা। এবং ছাগলের ১ কেজি দুধের দাম ১৮০ থেকে ২০০ টাকা। তবে বর্তমানে বাংলাদেশে গুড়া দুধও পাওয়া যায় যা প্যাকেটের মধ্যে বিক্রি করা হয়। তবে অন্যান্য দুধের থেকে ছাগলের গুড়া দুধের দাম অনেকটাই বেশি। ছাগলের ৫০০ গ্রাম গুড়া দুধের দাম ২০০০ থেকে ২৩০০ টাকার উপরে। এবং ছাগলের ১ কেজি গুড়া দুধের দাম ৪০০০ থেকে ৪৫০০ টাকা। তবে এর দাম মাঝে মাঝেই কম বেশি করা হয়।
ছাগলের দুধের অনেক পুষ্টিগুন রয়েছে। এক গ্লাস ছাগলের দুধে রয়েছে প্রায় ১৭০ ক্যালরি, ১০ গ্রাম প্রোটিন, ২৭ মিলিগ্রাম কোলেস্টেরল, ১১ গ্রাম কার্বন এবং ৬ গ্রাম চর্বি। এছাড়াও সিলেনিয়াম, জিং, তামা, পটাসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, রাইবোফেলভিন এবং ভিটামিন এ, বি ২, সি এবং ডি রয়েছে। এই দুধ আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে ছাগলের দুধে। ছাগলের দুধের অনেক পুষ্টি থাকায় এর চাহিদা অনেকে বেশি। 

মিল্ক ভিটা দুধের দাম কত

অনেকেই জানতে চায় মিল্ক ভিটা দুধের দাম। চলুন জেনে নেই মিল্ক ভিটা দুধের দাম কত। বর্তমান বাজারে প্রতি লিটার মিল্ক ভিটা দুধের দাম ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া ২৫০ মিলিলিটারের প্যাকেটের দাম ২৫ টাকা। ২০০ মিলিলিটারের মিল্ক ভিটা দুধের প্যাকেটের দাম ২০ টাকা। এবং ৫০০ গ্রাম মিল্ক ভিটা দুধের দাম ৪০ থেকে ৪৫ টাকা। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হয়ে থাকে। বর্তমানে মিল্ক ভিটা দুধের প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে।

মিল্ক ভিটা সাধারণত তরল দুধ বিক্রি করে থাকে। মিল্ক ভিটা সাধারণ গরুর দুধ সংরক্ষন করে প্যাকেটজাত করে বিক্রি করে থাকে। মিল্ক দুধ সারা বাংলাদেশে অনেক জনপ্রিয়। মিল্ক ভিটা দুধ প্যাকেট করে রাখায় এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষন করে রাখা যায়। মিল্ক ভিটা দুধের পাশাপাশি অনেক ধরণের পণ্য বিক্রি করে থাকে। আগের তুলনায় বর্তমানে মিল্ক ভিটা দুধের দাম একটু বেশি। মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধ, টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা সন্দেশ, চিজ, কেকসহ ২২ ধরনের পণ্য বাজারজাত করে থাকে। দুধের পাশাপাশি সব ধরনের পণ্যেই দাম বাড়ানো হয়েছে।

প্যাকেট দুধের দাম কত

বর্তমানে তরল এবং গুড়া দুধ এই ২ ধরণের প্যাকেটের দুধ পাওয়া যায়। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) তরল দুধ সরবরাহের অন্যতম বড় প্রতিষ্ঠান। বর্তমানে মিল্ক ভিটার প্রতি লিটার তরল দুধের দাম ৮০-৯০ টাকা। আর আধা লিটার তরল দুধের দাম ৪০-৪৫ টাকা।মিল্ক ভিটা ছাড়াও বিভিন্ন খামার, অনলাইন মার্কেটপ্লেস ও খোলাবাজারে মানভেদে ৬০-৮০ টাকা লিটার তরল দুধ বিক্রি হয়। আড়ংয়ের তরল দুধের এক লিটারের প্যাকেটের দাম ৮০ টাকা। তাদের আধা লিটার দুধের দাম ৪৫ টাকা। এবং প্রান কোম্পানির ১ লিটার তরল দুধের দাম ৭০-৮০ টাকা। আধা লিটার দুধের দাম ৩৫-৪০ টাকা। এছাড়াও বর্তমান বাজারে ৫০০ গ্রামের প্যাকেটের গুড়া দুধের দাম ৫০০ থেকে ২০০০ টাকার উপরে এবং ১ কেজি প্যাকেটের গুড়া দুধের দাম ২০০০ থেকে ৪৫০০ টাকার উপরে।  
তরল দুধের বিকল্প হিসেবে অনেকেই গুঁড়া দুধে ভরসা করেন। বাজারে ননিযুক্ত (ফুল ক্রিম) ও কম ফ্যাটযুক্ত (লো ফ্যাট) গুঁড়া দুধ পাওয়া যাচ্ছে। তবে গুড়া দুধ এবং তরল দুধের মধ্যে পার্থক্য হলো গুড়া দুধে অনেক ধরনের ভিটামিন এবং পুষ্টিকর উপাদান থাকে যা তরল দুধে থাকে না। তরল দুধ প্যাকেট করা হয় অনেক দিন সংরক্ষন করার জন্য। তবে বর্তমানে বাংলাদেশে তরল এবং গুড়া দুধ দুইটারই অনেক চাহিদা। 

গরুর দুধের দাম কত

 বর্তমান বাজারে গরুর ৫০০ গ্রাম দুধের দাম ৮০ থেকে ৭০ টাকা। প্রতি কেজি গরুর দুধের দাম ৮০ থেকে ১৫০ টাকা। তবে গরুর দুধের দাম সব জায়গায় এক রকম না এর দাম স্থান ভেদে কম বেশি হয়ে থাকে।
গরুর খাটি দুধ শরীরের পক্ষে অনেক উপকারি। গরুর খাটি দুধ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। শারীরিক শক্তি–সামর্থ্য মজবুত করতে বা ঠিক রাখতে দুধের বিকল্প নেই। কেবল শিশু-কিশোর নয়, তরুণ, মধ্যবয়সী ও বয়সী—সব মানুষেরই নিয়মিত দুধ পান করা অপরিহার্য। যদিও এ দেশের মানুষের গরুর দুধ পানের সুযোগ ও দুধের জোগান চাহিদার তুলনায় কম। বিশ্বের উন্নত দেশগুলোতে জনপ্রতি দুধ পানের যে পরিমাণ, সে তুলনায় আমাদের দেশে এ হার নগণ্য।

লিকুইড দুধের দাম কত

বর্তমানে বাংলাদেশে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ এই ৩ টি লিকুইড দুধের কোম্পানি অনেক জনপ্রিয়। তবে একেক কোম্পানির লিকুইড দুধের দাম একেক রকম। বর্তমান বাজারে মিল্ক ভিটা কোম্পানির লিকুইড দুধ ৫০০ গ্রামের দাম ৪০-৪৫ টাকা এবং ১ কেজির দাম ৮০-৯০ টাকা। এছাড়া আড়ং এর ৫০০ গ্রাম লিকুইড দুধের দাম ৪৫ টাকা । ১ কেজির দাম ৮০ টাকা। এবং প্রাণএর ৫০০ গ্রাম লিকুইড দুধের দাম ৩৫ থেকে ৪০ টাকা, ১ কেজির দাম ৭০ থেকে ৮০ টাকা। তবে বর্তমানে প্রতি লিটার লিকুইড দুধের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে।
লিকুইড দুধে অনেক উপকারিতা রয়েছে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস করে লো-ফ্যাট লিকুইড দুধ খেলে শরীরের কোলেস্টেরল লেভেল অনেকটাই কমে এবং শরীর সুস্থ থাকে।ঘুম ভালো হয় ঘুম না আসা খুব কমন একটি সমস্যা এখন।হাড় মজবুত করে দুধে আছে ভিটামিন ডি এবং ক্যালশিয়াম, যা হাড় মজবুত করার জন্য প্রয়োজন।সারাদিনের জন্য শক্তি ।ত্বক সুন্দর করে। এছাড়াও লিকুইড দুধে আরো অনেক উপকারিতা রয়েছে।

ফর্মুলা দুধের দাম কত

ফর্মুলা দুধ সাধারণত ছোট বাচ্চাদের খাওয়ানোর দুধ। অনেকেই ফর্মুলা দুধের দাম জানতে চায়। চলুন জেনে নেই ফর্মুলা দুধের দাম। অনেকেই জানতে চায় বাচ্চাদের ফর্মুলা দুধের দাম কত। চলুন জেনে নেই বাচ্চাদের ফর্মুলা দুধের দাম।
Sunrise ব্যানানা প্রোডিজ মিল্ক পাউডার এর দাম ৭০০ থেকে ৭৫০ টাকা।
First Infant  বেবি মিল্ক পাউডার এর দাম প্রায় ২০০০ টাকা।
4 Growing Up বেবি মিল্ক পাউডার এর দাম ১৮০০ থেকে ২০০০ টাকা।
3 Growing Up বেবি মিল্ক পাউডার এর দাম ২১০০টাকা।
PediaSure Complete বেবি মিল্ক পাউডার  ভ্যানিলা এর দাম ৩০০০ থেকে ৩৫০০ টাকা।
Almarai Fortified Full Cream বেবি মিল্ক পাউডার এর দাম ৩৫০০ থেকে ৪০০০ টাকা।

এছাড়াও আরো অনেক ফর্মুলা দুধ পাওয়া যায়। তবে এই ৬ টি ফর্মুলা দুধ বাংলাদেশে মধ্যে অনেক জনপ্রিয় ফর্মুলা দুধ।
ফর্মুলা দুধ বা বেবি মিল্ক মায়ের দুধের অনুকরণে শিশুর খাদ্যোপযোগী করে তৈরি করা হয়। এই বেবি ফর্মুলা মিল্ক ভুট্টা বা ব্রাউন রাইস সিরাপ, ভেজিটেবিল অয়েল, দুধ বা সয়, প্রয়োজনীয় কেমিক্যাল এবং শিশুর পুষ্টিতে জরুরী কিছু ভিটামিন ও মিনারেলস-এর সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। বেবি ফর্মুলাতে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে এবং এতে কোলেস্টেরল অনুপস্থিত থাকে।এছাড়াও শিশুদের জন্য কিছু অর্গানিক বেবি ফর্মুলাও আজকাল বাজারে পাওয়া যায়। এই অর্গানিক বেবি ফর্মুলাগুলোর উপাদানে কোনভাবেই কোন প্রকার কীটনাশক পদার্থ বা হরমোনাল ওষুধ ব্যবহার করা হয় না। রেডি টু ইট, পাউডার ও কনসেনট্রেটেড - এই তিন প্রকারের বেবি ফর্মুলা মিল্ক বাজারে পাওয়া যায়। খাওয়ার জন্য একেবারে তৈরি রেডি টু ইট ফর্মুলা একটু বেশি দামী হয়। কনসেনট্রেটেড ফর্মুলার সাথে পানি মিশিয়ে শিশুকে খাওয়াতে হয়। আর ফর্মুলার এই তিন প্রকারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী হল পাউডার ফর্মুলা। পাউডার ফর্মুলাও পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়। 
 

মহিষের দুধের দাম কত

সাধারণত গরুর দুধের থেকে মহিষের দুধের দাম একটু বেশি হয়ে থাকে। অনেকেই জানতে চায় মহিষের দুধএর দাম কত। বর্তমান বাজারে ৫০০ গ্রাম মহিষের দুধের দাম ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া ১ কেজি মহিষের দুধের দাম ১৬০ থেকে ১৮০ টাকা। এবং ১ মণ মহিষের দুধের দাম ৬,৪০০ টাকা থেকে ৭,২০০ টাকা।গরুর দুধের তুলনায় মহিষের দুধের দাম গরুর দুধের থেকে ১৫-২০ টাকা বেশি। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।
অন্যান্য দুধের মতো মহিষের দুধেও অনেক উপকারিতা রয়েছে। ১০০ মিলি মহিষের দুধে ১০০ ক্যালোরি থাকে। মহিষের দুধ কিছু ভিটামিনের উত্স, যেমন ভিটামিন বি 6 এবং ভিটামিন বি 2 (রাইবোফ্লাভিন)। মহিষের দুধে উচ্চ ক্যালোরি থাকে; এক কাপ মহিষের দুধে 237 ক্যালোরি রয়েছে। কফির মটরশুটি, দই, আইসক্রিম এবং অন্যান্য অনেকগুলি দুগ্ধজাত পণ্য তৈরির জন্য মহিষের দুধ একটি উপযুক্ত উত্স। এছাড়াও মহিষের দুধে আরো অনেক উপকারিতা রয়েছে।

গাধার দুধের দাম কত

অনেকেই জানতে চায় গাধার দুধের দাম কত। আজকে আমরা জানিয়ে দিবো গাধার দুধের দাম কত। বর্তমান বাজারে ৫০০ গ্রাম গাধার দুধের দাম ২৫০০ থেকে ৩০০০ টাকা। ১ কেজি গাধার দুধের দাম ৫০০০ থেকে ৬০০০ টাকা। এছাড়া ১ মণ গাধার দুধের দাম ২ লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।
অন্যান্য প্রানীর দুধের থেকে গাধার দুধের দাম অনেক বেশি। অনেকেই গাধার দুধ কিনতে চায় কিন্ত এর দাম বেশি হওয়ায় সবাই এটি কিনতে পারে না। গাধার দুধে অনেক উপকারিতা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি সমৃদ্ধ- গাধার দুধ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, বি১, বি৬, সি, ই, ওমেগা ৩ এবং ওমেগা ৬। পুষ্টির এই সংমিশ্রণ ত্বকের ক্ষেত্রে খুব সহায়ক। উপরন্ত, ভিটামিন ডি মানুষের ত্বকের জন্য অপরিহার্য একটি উপাদান। এছাড়াও গাধার দুধএর অনেক উপকারিতা রয়েছে। 

ড্যানিশ দুধের দাম কত

বর্তমানে বাংলাদেশে ২ ধরণের ড্যানিশ দুধ পাওয়া যায়। ড্যানিশ কনডেন্স মিল্ক এবং ড্যানিশ পাউডার মিল্ক। দুই ধরনের ড্যানিশ দুধের দাম দুই রকম। বর্তমান বাজারে ড্যানিশ কনডেন্স মিল্কের দাম ৯০-৯৫ টাকা যা গত ৬ মাস আগেও ছিলো ৬০-৬৫ টাকা। ৬ মাসের ব্যবধানে ৩০-৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ড্যানিশ পাউডার মিল্ক ৫০০ গ্রামের দাম ৩০০ থেকে ৩৯০ টাকা এবং ড্যানিশ পাউডার মিল্ক ১ কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। ড্যানিশ পাউডার মিল্ক এর দাম আগের মতোই একি রকম রয়েছে।
ড্যানিশ দুধ সাধারণত চা বানানোর কাজে ব্যবহার করা হয়। তবে এটি দিয়ে বিভিন্ন ধরণের খাবারও তৈরি করা হয়। বিশেষ করে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে ড্যানিশ দুধ ব্যবহার করা হয়। ড্যানিশ দুধ অনেক সাস্থ্যসম্মত। ড্যানিশ দুধ গরুর খাটি দুধ থেকে তৈরি করে ল্যাবে পরিক্ষা করে প্রস্তত করা হয়। ড্যানিশ কোম্পানি খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।

উটের দুধের দাম কত

অনেকেই জানতে চায় উটের দুধের দাম কত। বর্তমান বাজারে উটের ৫০০ গ্রাম দুধের দাম ১৫ ডলার যা বাংলাদেশে টাকায় প্রায় ১৭০০ টাকা এবং উটের ১ কেজি দুধের দাম ৩০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০০ টাকা। এছাড়া ১ মণ উটের দুধের দাম ১৩০০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। গরুর দুধের তুলনায় উটের দুধের দাম প্রায় ৩০ গুন বেশি। 

দিন দিন উটের দুধের চাহিদা বাড়ছে। কিন্তু চাহিদার তুলনায় যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। উটের দুধের অনেক উপকারিতা রয়েছে।মূলত এ কারণেই উটের দুধের দাম বাড়ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আধুনকি স্বাস্থ্য সচেতনতা। উটের দুধ গুনে মানে গরুর দুধের থেকে অনেকটা এগিয়ে। গরুর দুধের তুলনায় এই দুধে চর্বির মাত্রা প্রায় অর্ধেক। আর ভিটামিন সি ১০ গুণ। পটাসিয়াম ও ক্যালসিয়ামের পরিমাণও বেশি। এজন্য অনেকেই উটের দুধকে ওষুধের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে । এই দুধ স্বাদে কিছুটা নোনতা, তবে খেতে ভালো। কেননা দুধে ক্রিমিভাব রয়েছে এবং সহজে হজম হয়। এছাড়াও উটের দুধে আরো অনেক উপকারিতা রয়েছে যা অন্যান্য দুধে নেই।
 
আশা করি আমাদের এই পোস্ট থেকে আপনারা বিভিন্ন ধরণের দুধের দাম সম্পর্কে জানতে পেরেছেন এবং বিভিন্ন রকম দুধের পুষ্টিগুন সম্পর্কে ধারণা পেয়েছেন। আমাদের এই পোস্টে বিভিন্ন ধরণের দুধের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পুড়ো পোস্টটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ। 

একই ধরনের পোস্ট

×