বাংলাদেশে চেরি ফলের দাম কত

বাংলাদেশে চেরি ফলের দাম কত ২০২৪

Last Updated:7 months ago

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চেরি ফল অনেক উপকারি এবং সুস্বাদু একটি ফল এই ফল বিশ্বের বিভিন্ন দেশে উতপাদিত হয়। চেরি ফলের অনেক জাত "কেরাসাস(Cerasus)" উপপ্রজাতির অন্তর্ভুক্ত ৷ এই উপপ্রজাতি উত্তর গোলার্ধের দেশগুলোতে অভিযোজিত ৷ তাছাড়াও দুটি প্রজাতি আমেরিকাতে, তিনটি প্রজাতি ইউরোপের দেশগুলোতে এবং বাকিগুলো এশিয়ার জন্য অভিযোজিত ৷ বর্তমানে চেরি ফলের অনেক চাহিদা। অনেকেই জানতে চায় চেরি ফলের দাম কত। আজকে আমরা এই পোস্টের মাধ্যেমে জানিয়ে দিবো চেরি ফলের দাম কত

বাংলাদেশে চেরি ফলের দাম কত

বর্তমানে সবুজ এবং লাল এই দুই ধরণের চেরি ফলের দাম দুই রকম। বাংলাদেশে বর্তমান বাজারে সবুজ চেরি ফল ১০০ গ্রামের দাম ১১০ থেকে ১২০ টাকা । সবুজ চেরি ফল প্রতি কেজির দাম ১১৫০ থেকে ১২০০ টাকা। এছাড়া লাল চেরি ফল সবুজ চেরি ফলের দাম সবুজ চেরি ফলের থেকে কিছুটা বেশি। বর্তমান বাজারে ২৫০ গ্রাম লাল চেরি ফলের দাম ২৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া ৫০০ গ্রাম লাল চেরি ফলের দাম ৫৮০ থেকে ৬০০ টাকা। এবং প্রতি কেজি লাল চেরি ফলের দাম ১১৭৫ থেকে ১২০০ টাকার উপরে। তবে এর বর্তমানে কম বেশি হতে পারে।


1 কেজি চেরি ফলের দাম কত

চেরি ফল হল "প্রুনাস" গণের অন্তর্ভুক্ত এক প্রকার ফল ৷ বাণিজ্যিকভাবে যে চেরি ফলের জাত চাষ করা হয় তা মূলত Prunus avium(প্রুনাস অভিয়াম) ৷ ৷ বুনো চেরি ফল ফসলি মাঠে চাষের অযোগ্য ৷ যদিও ব্রিটিশ দীপপুঞ্জতে Prunus avium কে বুনো চেরি বলা হয়। বর্তমানে এই চেরি ফলের অনেক চাহিদা। চেরি ফলের অনেক গুনাগুন থাকায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই জানতে চায় চেরি ফল কত টাকা কেজি। চলুন জেনে নেই 1 কেজি চেরি ফলের দাম কত।

বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে চেরি ফল পাওয়া যায়। বর্তমান বাজারে প্রতি কেজি সবুজ চেরি ফলের দাম ১০০০ থেকে ১০৮০ টাকা। সবুজ চেরি ফল ৫ কেজির দাম ৫০০০ থেকে ৫৪০০ টাকা। এছাড়াও বাংলাদেশে লাল চেরি ফল পাওয়া যায় যার প্রতি কেজির দাম ১১৭৫ থেকে ১২০০ টাকা। লাল চেরি ফল ৫ কেজির দাম ৫৮৭৫ থেকে ৬০০০ টাকা। তবে এর দাম কম বেশি হতে পারে।


চেরি ফল গাছের দাম কত

চেরি ফল আমরা কম বেশি সকলেই এই ফল টির সাথে পরিচিত। প্রতি বছর অনেক ব্যবসায়ী চেরি ফল চাষ করে অনেক লাভবান হচ্ছে। বর্তমানে চেরি ফলের অনেক চাহিদা রয়েছে। এই ফলের অনেক পুষ্টিগুনাগুন থাকায় বর্তমানে এর চাহিদা অনেক বেশি। অনেকেই এই ফল চাষ করতে চায় কিন্ত চেরি ফলের চারার দাম না জানার কারণে এই চারা ক্রয় করতে পারে না। অনেকেই জানতে চায় চেরি ফল চারার দাম কত। চলুন জেনে নেই চেরি ফল গাছের দাম।

বর্তমানে বাংলাদেশে অনেক নার্সারিতে চেরি ফলের গাছ পাওয়া যায়। বর্তমানে প্রতিটি চেরি ফলের গাছের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা। এছাড়া ৫ টি চেরি ফল গাছের দাম ২৫০০ থেকে ২৭৫০ টাকা। এবং ১০ টি চেরি ফল গাছের দাম ৫০০০ থেকে ৫৫০০ টাকা। এছাড়াও ম্যানিলা চেরি নামের একটি চেরি ফল গাছ পাওয়া যায় যার প্রতি পিচের দাম ১২০০ থেকে ১২৫০ টাকা। এই ম্যানিলা চেরি ফল গাছ এর দাম এমনি সাধারণত চেরি ফল গাছ এর দামের থেকে কিছুটা বেশি। তবে বর্তমানে এর দাম কিছুটা কম বেশি হতে পারে।


চেরি ফল কোথায় পাওয়া যায়

চেরি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ফল গুলোর মধ্যে একটা। এই ফলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শুধু বাংলাদেশেই না বিশ্বের অনেক দেশে এই চেরি ফলের অনেক চাহিদা। এবং বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে চেরি ফল আমদানি করা হয়। কিন্ত বর্তমানে বাংলাদেশে কিছু কিছু জায়গায় চেরি ফল উৎপাদন করা হয়। অনেকেই জানতে চায় চেরি ফল কোথায় পাওয়া যায়। চলুন জেনে নেই চেরি ফল কোথায় পাওয়া যায়।

বর্তমানে অনেক ফলের দোকানে চেরি ফল পাওয়া যায়।আগে এই ফল বাংলাদেশে খুব কম পাওয়া যেতো। তবে বর্তমানে কিছু কিছু জায়গায় চেরি ফলের উৎপাদন হওয়ায় অনেক ফলের দোকানে এই চেরি ফল পাওয়া যায়। তবে সব দোকানে পাওয়া যায় না।

 

চেরি ফল খাওয়ার নিয়ম

চেরির চাষযোগ্য জাতের মধ্যে prunus avium এবং prunus cerasus অন্যতম ৷ p.cerasus জাতের চেরির স্বাদ টক ৷ তাই এটি রান্নার কাজে ব্যবহৃত হয় ৷ এই দুটি জাতেরই উৎপত্তি ইউরোপ এবং পশ্চিম এশিয়াতে ৷ এদের ক্রস পলিনেশন ঘটে না ৷ সেচকাজ, স্প্রে, অতিবৃষ্টির প্রভাব, শিলাবৃষ্টির প্রভাব চেরি উৎপাদন কমিয়ে দিয়েছে ৷ এজন্য চেরির ক্রয়মূল্য অন্য ফলের চেয়ে বেশি ৷ তাছাড়া সারা বিশ্বে চেরির চাহিদা বেশি। অনেকেই চেরি ফল খেয়ে থাকে তবে অধিকাংশ মানুষ চেরি ফল খাওয়ার নিয়ম জানে না। অনেকেই জানতে চায় চেরি ফল খাওয়ার নিয়ম কি। চলুন জেনে নেই চেরি ফল খাওয়ার নিয়ম।

নিয়মঃ

এক কাপ চেরিতে প্রায় 100 ক্যালোরি থাকে এবং আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরির সঠিক পরিমাণ সরবরাহ করে। এগুলি আমাদের ওজন কমাতেও সাহায্য করে, কারণ আপনি দুপুরের খাবারের সময় এক মুঠো চেরি খেতে পারেন। এছাড়াও, আপনি একটি ব্লেন্ডারে পানি এবং কাঁচা চেরি মিশিয়ে এক কাপ চেরি জুস পান করতে পারেন। আপনি ননফ্যাট দই, হুইপড ক্রিম এবং দারুচিনি যোগ করে এটি খেতে পারেন। এটি অন্যান্য কাঁচা শাকসবজি এবং ফলের বিপরীতে খুব ভাল।

 

চেরি ফল খাওয়ার উপকারিতা

চেরি হলো জাপানি ফল। জাপানের ফল হলেও আমাদের দেশে চেরির ব্যবহার অনেক আগে থেকে। সরাসরি খাওয়ার জন্য বা অন্য খাবারকে সুন্দর করে সাজাতে লাল টুকটুকে চেরির ব্যবহার চলছে সেই থেকেই। দেখতে লোভনীয় আর স্বাদে অতুলনীয় হওয়ায় চেরির কদর কমেনি বরং বেড়ে চলেছে। অসাধারণ পুষ্টিগুণে ভরা চেরিফল। অনেকেই জানতে চায় চেরি ফলে কি কি উপকারিতা রয়েছে। চলুন জেনে নেই চেরি ফল খাওয়ার উপকারিতা।

উপকারিতাঃ
১। চেরি ফলে ভিটামিন-সি রয়েছে। দেহের কোন অংশে কেটে গেলে সেটার ক্ষত পূরনে অসাধারন ভুমিকা পালন করে থাকে।
২। পটাসিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে থাকে। চেরি ফলে রয়েছে প্রচুর পরিমানে পটাসিয়াম যার পরিমান প্রায় ১৭৫ মিলিগ্রাম। যাদের রক্ত চাপ রয়েছে তারা নিয়মিত চেরি ফল খাওয়ার উপকারিতা পাবেন।
৩। ডায়াবেটিস এক মরন ব্যাধির নাম। এই ব্যাধি জীবনে কখন চলে আসে বলা মুশকিল। চেরি ফল খাওয়ার কারনে আপনার ডায়াবেটিস রোগ রোধ করে থাকে।
৪। চেরি ফল দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে থাকে। হার্টের রোগ রয়েছে যাদের তাদের জন্য চেরি ফলের উপকারিতা অনেক।
৫। চেরি ফল উচ্চ ফাইবার যুক্ত ফল, ফলে যাদের কোষ্ঠ্যকাঠিন্য রয়েছে তাদের এই ফলের উপকারিতা অনেক।
৬। ইউরিক এসিডের মাত্রা কমাতে চেরি ফলের উপকারিতা রয়েছে।
৭। ক্যান্সার প্রতিরোধ করে থাকে চেরি ফল। নিয়মিত চেরি ফলে খাওয়ার কারনে দেহে যে মরা সেল বা কোষ থাকে সেটা শক্তিতে পরিনত করে থাকে।
৮। চেরি ফলের অন্যতম উপকারিতার দিক হলো বলিরেখা প্রতিরোধ করে থাকে। কোষের ক্ষয় রোধ করে থাকে। মেয়েরা নিয়মিত চেরি ফল খাওয়ার কারনে নিজের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে, নিজেকে বুড়িয়ে হতে দেয় না সহজে।
৯। ওজন বৃদ্ধির অন্যতম কারন চর্বি। চর্বি জমা হলে ওজন বাড়তে থাকে। নিয়মিত চেরি ফল খাওয়ার কারনে পেটে চর্বি জমতে দেয় না।

চেরি ফলের অপকারিতা

চেরিতে উপস্থিত ফাইবার কিছুটা বেশি, এক কাপে 3 গ্রাম ফাইবার থাকে। যদিও এই পরিমাণ আঁশের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি খুব উচ্চ ফাইবার খাবারের অংশ হিসাবে চেরি খান তবে আপনি অন্ত্রের গ্যাস, পেটে খিঁচুনি বা ফোলাভাব অনুভব করতে পারেন, বিশেষ করে যদি আপনি অল্প সময়ের মধ্যে আপনার ফাইবার গ্রহণের পরিমাণ দ্রুত বাড়িয়ে দেন।
যদিও চেরি পুষ্টিগুণে পূর্ণ, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে যদি আপনি অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির পরিবর্তে চেরি খান।
আপনার যদি চেরি থেকে অ্যালার্জি থাকে তবে আপনি তাদের ব্যবহার করে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারেন। আমেরিকান অ্যাকাডেমি অফ অ্যালার্জি অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজি বলে যে একজন চেরি অ্যালার্জিযুক্ত ব্যক্তির গলা বন্ধ, শ্বাসকষ্ট এবং আমবাত থাকতে পারে। চেরি খাওয়ার পরে আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটি অনুভব করেন তবে এগুলিকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা এড়িয়ে চলুন।

আশা করি আপনারা আমাদের এই পোস্ট এর মাধ্যমে চেরি ফলের দাম, গাছের দাম, চেরি ফল কোথায় পাওয়া যায়, চেরি ফল খাওয়ার নিয়ম, চেরি ফলের উপকারিতা, চেরি ফল খাওয়ার অপকারিতা এবং আরো অনেক কিছু বিস্তারিত জানতে পেড়েছেন। আমাদের এই পোস্টে চেরি ফল সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আশা করি আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পুড়ো পোস্টটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।

একই ধরনের পোস্ট

×