১ কেজি ও ৫০, 100 গ্রাম কাজু বাদামের দাম কত ২০২৪
আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ১ কেজি ও ১০০, ৫০ গ্রাম কাজু বাদামের দাম কত এই সম্পর্কে আলোচনা করবো। আমাদের দেশে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি করে তার স্বাধ ও ঘ্রান বাড়াতে কাজুবাদাম এর সমাহার দেখা যায়। যে কোন বিয়ে বাড়ি থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠানের বিভিন্ন ধরনের খাবারে কাজুবাদাম ব্যবহার করা হয়। শুধু যে ঝাল খাবার কাজুবাদাম ব্যবহার করা হয় তাই নয়। এমনকি মিষ্টি খাওবারে ও কাজুবাদাম এর ব্যবহার আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রচলিত। অনেকেই কাজু বাদামের দাম সম্পর্কে জানতে চায়। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো কাজু বাদামের দাম কত।
কাজু বাদামের দাম কত
বর্তমানে বিভিন্ন ধরণের কাজু বাদাম পাওয়া যায়। একেক ধরণের কাজু বাদামের দাম একেক রকম। বাংলাদেশে ১ কেজি কাজু বাদামের দাম ১,০৫০ টাকা। কাজুবাদাম এর স্বাদ এবং স্বাস্থ্য উপকারের কারণে খাবার প্রেমীদের মধ্যে জনপ্রিয়। অন্যান্য সমৃদ্ধ খাবারের সাথে মিষ্টি আইটেমগুলিতে বিশেষ গন্ধ যুক্ত করার জন্য এটি দুর্দান্ত। পাশাপাশি এটি ঝাল আইটেমগুলিতে এবং খাবারের সজ্জাতেও ব্যবহৃত হচ্ছে।
ডারাজ থেকে অর্ডার করুনঃ কাজু বাদাম
100 গ্রাম কাজু বাদামের দাম কত
কাজু বাদামের অনেক গুনাগুন থাকায় বর্তমানে বাংলাদেশে কাজু বাদামের চাহিদা অনেক বেশি চাহিদার পাশাপাশি এর দাম কিছুটা বেশি। আগে ১০০ গ্রাম কাজুবাদাম ৮০ থেকে ৯০ টাকার মধ্যে পাওয়া যেতো। এখন বর্তমান বাজারে ১০০ গ্রাম কাজুবাদামের দাম ১১০ থেকে ১২০ টাকা। তবে প্রকারভেদে এর দাম কম বেশি হতে পারে।
কাজু বাদাম কত টাকা কেজি
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজু বাদামের অনেক চাহিদা। তবে অন্যান্য দেশের থেকে বাংলাদেশে কাজুবাদামের চাহিদা একটু বেশি। বাংলাদেশে অনেক ধরণের খাবারের মধ্যে এবং ওষুধের মধ্যে কাজুবাদাম ব্যবহার করা হয়। আগে বাংলাদেশে কাজু বাদাম উৎপাদন করা হতো না। ভারত,মিয়ানমার,এবং অন্যান্য দেশ থেকে কাজু বাদাম আমদানি করা হতো।কিন্ত বর্তমানে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কাজু বাদাম উৎপাদন করা হয়। কাজু বাদামের অনেক চাহিদা থাকায় অনেকেই জানতে চায় কাজু বাদামের দাম কত। চলুন জেনে নেই কাজু বাদাম কত টাকা কেজি।
বর্তমান বাজারে প্রতি কেজি কাজু বাদামের দাম ৮৫০ থেকে ১২০০ টাকার মাধ্যে। ছোট সাইজের প্রতি কেজি কাজুবাদামের দাম ৮৫০ টাকা। মিডিয়াম সাইজের প্রতি কেজি কাজু বাদামের দাম ১০৫০ টাকা এবং বড় সাইজের প্রতি কাজু বাদামের দাম ১২০০ টাকা।তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।
কাজু বাদামের পাইকারি দাম কত
বর্তমানে কাজু বাদামের অনেক চাহিদা থাকায়। বড় বড় সুপারশপসহ ছোট বড় প্রায় সকল মার্কেটে কাজু বাদাম পাওয়া যায়। বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যারা প্রতি বছর কাজু বাদাম আমদানি করে থাকে। আবার অনেক ব্যবসায়ী কৃষকরা কিছু কিছু জায়গায় কাজু বাদাম উৎপাদন করে থাকে। এছাড়া অনেক ছোট ব্যবসায়ী আছে যারা কাজু বাদাম আমদানি করতে চায় কিন্ত কাজু বাদামের পাইকারি দাম জানে না।অনেকেই জানতে চায় কাজু বাদামের পাইকারি দাম কত। কাজু বাদামের পাইকারি দাম না জানায় অনেকেই কাজু বাদাম আমদানি করতে পারে না। আজকে আমরা জানিয়ে দিবো কাজু বাদামের পাইকারি দাম।
বর্তমান বাজারে পাইকারি প্রতি কেজি কাজু বাদামের দাম ৭৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত। তবে ভালো কোয়ালিটির কাজু বাদাম পাইকারি প্রতি কেজি ৯৫০ টাকা বিক্রি হয়ে থাকে।
৫০ গ্রাম কাজু বাদামের দাম কত
কাজু বাদাম।কাজু বাদামকে আরো অনেক নামে ডাকা যায় যেমনন কাজু বাদামের ইংরেজি নাম noun/ cashew; almond আমরা বাংলায় কাজু বাদাম বলে থাকি। সাধারণত বেশির ভাগ কাজু ভারত,ভিয়েতনাম,মিয়ানমার থেকে আমদানি করা হয়ে থাকে। অন্যান্য দেশের তুলনায় ভারত থেকে বেশি কাজু বাদাম আমদানি করা হয় কারণ ভারত কাজু বাদামসহ সকল তাজা এবং শুকনা ফলের পার্থক্যর প্রদাম উৎস। কাজু বাদাম মিষ্টি জাতিয় খাবারের পাশাপাশি অনেক মশলাদার খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। অনেকেই ৫০ গ্রাম কাজু বাদামের দাম জানতে চায়। নিচে ৫০ গ্রাম কাজু বাদামের দাম কত দেওয়া হলো।
কাজু বাদামের অনেক গুনাগুন থাকায় বর্তমানে বাংলাদেশে কাজু বাদামের চাহিদা অনেক বেশি চাহিদার পাশাপাশি এর দাম কিছুটা বেশি।আগে ৫০ গ্রাম কাজুবাদাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যেতো।এখন বর্তমান বাজারে ৫০ গ্রাম কাজুবাদামের দাম ৬০ থেকে ৭০ টাকা।
১ কেজি কাজু বাদামের দাম কত
আমাদের দেশে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি করে তার স্বাধ ও ঘ্রান বাড়াতে কাজুবাদাম এর ব্যবহার দেখা যায়। যে কোন বিয়ে বাড়ি থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠানের বিভিন্ন ধরনের খাবারে কাজুবাদাম ব্যবহার করা হয়। শুধু যে ঝাল খাবার কাজুবাদাম ব্যবহার করা হয় তাই নয়। অনেক ধরণের মিষ্টি খাওবারে ও কাজুবাদাম এর ব্যবহার আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রচলিত। অনেকেই জানতে চায় ১ কেজি কাজু বাদামের দাম। চলুন জেনে নেই ১ কেজি কাজু বাদামের দাম কত।
বর্তমান বাজারে প্রতি কেজি কাজু বাদামের দাম ৮৫০ থেকে ১২০০ টাকার মাধ্যে। ছোট সাইজের প্রতি কেজি কাজুবাদামের দাম ৮৫০ টাকা। মিডিয়াম সাইজের প্রতি কেজি কাজু বাদামের দাম ১০৫০ টাকা এবং বড় সাইজের প্রতি কাজু বাদামের দাম ১২০০ টাকা। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।