ক্যানবেরি ফলের দাম কত ২০২৪
আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ক্যানবেরি ফলের দাম সম্পর্কে আলোচনা করবো। ক্যানবেরি ফল অনেক সুস্বাদু এবং উপকারি একটি ফলের নাম ক্যানবেরি ফল। ক্লান্তি, দুর্বলতা ও রক্তাল্পতা দূর করে ক্যানবেরি (Cranberry)। গরমে একটুতেই সকলে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। এই সময় ঘাম হওয়ার জন্য ক্লান্তি ভাব দেখা দেয়। দুর্বলতা ও ক্লান্তি ভাব থেকে মুক্তি পেতে খেতে পারেন ক্যানবেরি জুস। অনেকেই জানতে চায় ক্যানবেরি ফলের দাম কত। চলুন জেনে নেই ক্যানবেরি ফলের দাম।
ক্যানবেরি ফলের দাম কত
বর্তমানে ক্যানবেরি ফলের বেশ চাহিদা রয়েছে। কারণ এই ফলের রয়েছে অনেক উপকারিতা। আমাদের শরীরের নানান ক্লান্তি দুর্বলতা দূর করতে সাহায্য করে এই ক্যানবেরি ফল। তাই অনেকেই এই ক্যানবেরি ফলের দাম জানতে চায়। নিচে ক্যানবেরি ফলের দাম দেওয়া হলোঃ
বর্তমানে ক্যানবেরি ফলের অনেক চাহিদা থাকায় আগের তুলনায় ক্যানবেরি ফলের দাম কিছুটা বেড়েছে। ১০০ পাউন্ড ব্যারেলের দাম তাজা ক্যানবেরি জন্য গড়ে ৬০ থেকে ৭০ ডলার যা বাংলাদেশি টাকায় ৬৫০ থেকে ৭৫০ টাকা প্রায়। এবং প্রক্রিয়াজাত ক্যানবেরি জন্য যথাক্রমে ৩০ থেকে ৪০ ডলার প্রতি ১০০ পাউন্ড ব্যারেল ছিল যা বাংলাদেশি টাকায় ৩০০ থেকে ৪০০ টাকা। যেহেতু এটি একটি বিদেশি ফল তাই এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।
ক্যানবেরি জুস এর দাম কত
ক্যানবেরি জুস অনেক সুস্বাদু এবং পুষ্টিগুনে ভরপুর। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই ক্যানবেরি জুসের অনেক চাহিদা রয়েছে। অনেকেই এই ক্যানবেরি জুসের দাম সম্পর্কে জানতে চায়। চলুন জেনে নেই ক্যানবেরি জুসের দাম।
বর্তমান বাজারে Stute ক্যানবেরি জুস ১ লিটারের দাম ৫৫০ থেকে ৫৮০ টাকা। এছাড়া Stute ক্যানবেরি জুস (Product Of U.K) ১ লিটারের দাম ৫৫০ টাকা। Stute ক্যানবেরি জুস বাংলাদেশে প্রতি লিটারের দাম ৭০০ টাকা। এবং Stute Superior ক্যানবেরি জুস ১.৫ লিটারের দাম ৬০০ থেকে ৬৪৫ টাকা। তবে এর দাম একেক জায়গায় একেক রকম হতে পারে।
ক্যানবেরি ফলের উপকারিতা
ক্যানবেরি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। আমরা অনেকেই এই ফল খেয়ে থাকি কিন্তু এই ফলের উপকারিতার কথা জানি না। তাই অনেকেই জানতে চায় ক্যানবেরি ফলের কি কি উপকারিতা রয়েছে। চলুন জেনে নেই ক্যানবেরি ফলের উপকারিতা।
উপকারিতাঃ
১. ক্র্যানবেরি ফল শরীরে ক্লান্তি, দুর্বলতা ও রক্তস্বল্পতা দূর করে।
২. প্রস্রাবে সংক্রমণ রোধ করার পাশাপাশি ইউরিনের সমস্যাও দূর করে। ক্র্যানবেরি ফলে প্রোঅ্যান্থোসায়ানডিনস থাকে, যা মূত্রাশয়ের প্রাচীরে ব্যাক্টেরিয়া ও কোষগুলোকে একসঙ্গে হতে বাধা দেয়। পাশাপাশি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে খারাপ ব্যাক্টেরিয়াকে বাইরে বের করে দেয়।
৩. হৃদরোগ ও ডায়াবেটিস রোধে এই ফল খুব ভালো কাজ করে। কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টসংক্রান্ত রোগ প্রতিরোধ করে।
৪. এই ফলে থাকা পলিফেনল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন দুই গ্লাস লো-ক্যালোরি ক্র্যানবেরি জুস পান করলে হৃদরোগের ঝুঁকি ১০ শতাংশ পর্যন্ত কমে যায়।
৫. মাড়ির সমস্যা ও দাঁতের ক্ষয় থেকে রক্ষা করার পাশাপাশি নিঃশ্বাসের দুর্গন্ধও দূর করে এই ফল । প্রতিদিন ক্র্যানবেরি জুস পান করতে পারেন। এছাড়াও এই ফলের আরো অনেক উপকারিতা রয়েছে।